ঘরের ভিতরে রান্নাঘরে ঢুকে পড়ল বিশাল কিং কোবরা! এলাকায় চাঞ্চল্য স্থানীয় সংবাদমাধ্যমে চাঞ্চল্যের ছবি—রান্নাঘরের আলমারির ভেতর থেকে হঠাৎ বেরিয়ে এল এক বিশাল কিং কোবরা।
মুহূর্তের মধ্যে চারদিক থেকে চিৎকার আর আতঙ্কের পরিবেশ। পরিবারের সদস্যরা কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসেন। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গেই বন দফতরে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই সাপুড়ে ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর নিরাপদে সাপটিকে উদ্ধার করেন।
জানা গেছে, সাপটি প্রায় ১০-১২ ফুট লম্বা এবং অত্যন্ত বিষধর। বিশেষজ্ঞদের মতে, বর্ষার সময় সাপরা প্রায়শই আশ্রয়ের খোঁজে বাড়িঘরে ঢুকে পড়ে। বিশেষ করে রান্নাঘর বা স্টোররুমে যেহেতু ইঁদুর বেশি থাকে, তাই এ ধরনের জায়গায় সাপের প্রবেশের সম্ভাবনা অনেক।
বন দফতর থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে— ঘরের আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। খাবার ঢেকে রাখতে হবে। কোনও অবস্থাতেই সাপ দেখলে মারার চেষ্টা না করে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দিতে হবে। কিং কোবরাকে আপাতত জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।