“রিঙ্কুর বিয়েতে শাহরুখের নাচ! কবে বিয়ে করছেন কেকেআর তারকা? প্রকাশ্যে এল বড় পরিকল্পনা”

By Sk Sakib

Published on:

আইপিএলের এক ম্যাচের পর রিঙ্কু সিংহকে প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ খান—তিনি নাকি তার বিয়েতে গিয়ে নাচবেন। সেই প্রতিশ্রুতি পূরণ হবে কি না, তা নিয়ে কৌতূহল এখন প্রবল। কেকেআর ব্যাটার নিজেও অপেক্ষায় আছেন দলের কর্ণধারকে মঞ্চে দেখার।

২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। ওই অসাধারণ ইনিংসের পরই উচ্ছ্বসিত শাহরুখ তাকে বিয়েতে উপস্থিত থাকার এবং নাচার প্রতিশ্রুতি দেন। তবে রিঙ্কুর বাগ্‌দানে উপস্থিত থাকতে পারেননি বলিউড বাদশা।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছেন, ‘‘বাগ্‌দানের আগে শাহরুখ স্যরের সঙ্গে কথা হয়েছিল। আমন্ত্রণও জানিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তবে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’’


শাহরুখের নাচের প্রসঙ্গে রিঙ্কু বলেছেন, ‘‘বিয়ের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে শাহরুখ স্যারকে। দেখা যাক, তিনি সময় করে আসতে পারেন কিনা।’’ নিজের বিয়ে নিয়ে কেকেআর ব্যাটারের বক্তব্য, ‘‘পরিবার চায় নভেম্বরে অনুষ্ঠান হোক। তবে এখনও তারিখ চূড়ান্ত নয়। ঘরোয়া মরশুম শুরুর আগে সময় মেলাতে পারলেই সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি, এ বছরেই বিয়েটা হয়ে যাবে।’’