বিশ্বযুদ্ধ আসন্ন! ক্যালেন্ডারে হুবহু মিল ১৯৪১ ও ২০২৫-এর, মশগুল সোশাল মিডিয়া

By Sk Sakib

Published on:

ইতিহাসের ছায়া কি আবার ফিরে আসছে? ১৯৪১ বনাম ২০২৫—এক আয়নার দুই প্রতিফলন

সময় যেন চক্রাকারে ঘুরে ফিরে আসে—এই প্রবাদটির আরও এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে ২০২৫ সাল। কারণ, ৮৪ বছর আগের ১৯৪১ সাল ও এই বছর, অর্থাৎ ২০২৫-এর মধ্যে রয়েছে এক অদ্ভুত মিল—শুধু ঘটনাপরম্পরা নয়, বরং ক্যালেন্ডারেও।

১৯৪১ সালে বিশ্বে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছিল। ঠিক যেমন ২০২৫ সালে আমরা প্রত্যক্ষ করছি ইরান-ইজরায়েলের সংঘাত, ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা। আর আশ্চর্যের বিষয়, দুই সালেই বছরের প্রথম দিন পড়েছে বুধবারে, এবং দুটো বছরই লিপ ইয়ার নয়।



গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিশেষ গঠন অনুযায়ী, কিছু নির্দিষ্ট বছর পর ক্যালেন্ডার একেবারে পূর্বের কার্বনে পরিণত হয়। এর কারণ, পৃথিবী সূর্যকে একবার পূর্ণ ঘুরে আসতে ৩৬৫ দিনের একটু বেশি সময় নেয়। সেই সময়টিকে ভারসাম্য করতে লিপ ইয়ারের ধারাবাহিকতা রাখা হয়, যার ফলে প্রতি কয়েক দশকে একবার ক্যালেন্ডার পুরনো বছরের সঙ্গে মিলে যায়। ১৯৪১ ও ২০২৫ তেমনই একজোড়া বছর।



নেটিজেনদের একাংশ এই মিলকে নিছক কাকতালীয় বলেই মানতে পারছেন না। বরং অনেকে ভাবছেন, ইতিহাস আবার কি নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মানির সোভিয়েত আক্রমণের পর, আর ভয়াবহ রূপ নিয়েছিল আমেরিকার জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানের পরে। আজকের দিনে, ইরান-ইজরায়েলের সংঘর্ষও ঠিক যেন সেই পুরনো পথেই হাঁটছে।



পরমাণু অস্ত্র ও আকাশপথে হামলার হুমকিতে ইতিমধ্যেই ইজরায়েল এবং আমেরিকা একজোট হয়েছে। বিপরীতে, ইরানের পাশে দাঁড়িয়েছে চিন, রাশিয়া, লেবানন-সহ একাধিক শক্তিধর রাষ্ট্র। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কি তবে সত্যিই বাস্তব হতে চলেছে? প্রশ্ন তুলছে বিশ্ববাসী।



শুধু ১৯৪১ নয়, আরেকটি মিল পাওয়া গেছে—১৯৬৯ সালের ক্যালেন্ডারও ২০২৫-এর সঙ্গে মিলে গেছে। আর সেই বছরই গুজরাতে দেখা দিয়েছিল ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা, নিহত হয়েছিল শতাধিক মানুষ। অনেকেই বলছেন, ২০০২ সালের গোধরা কাণ্ডের পূর্বসূরি ছিল সেই অগ্নিকাণ্ডই।



এই সব ঘটনাই মানুষের মনে একটাই প্রশ্ন তৈরি করছে—২০২৫ কি কেবল একটি বছর, নাকি ইতিহাসের ছায়া বয়ে নিয়ে আসা এক পূর্বাভাস?