কুমিরের ঘরে ঢুকে লেজ ধরে টানাটানি, ‘খতরোঁ কে খিলাড়ি’ হতে গিয়ে এ কী অবস্থা হল যুবকের! ভাইরাল ভিডিয়ো

By Sk Sakib

Updated on:

কুমিরের লেজ ধরে বিপদ ডেকে আনলেন যুবক, ভাইরাল হল ভয়ানক সেই মুহূর্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক রোমাঞ্চকর কিন্তু বিপজ্জনক ঘটনার ভিডিও। একটি কুমির প্রতিপালন কেন্দ্রে ঢুকে পড়েছেন এক যুবক, যেখানে জলকাদার মধ্যে বিশ্রাম নিচ্ছিল একাধিক কুমির। তাঁদের মধ্যেই এক বিশাল আকারের কুমিরের ঠিক পেছনে গিয়ে বসে পড়েন তিনি।



এরপর শুরু হয় দুঃসাহসিক কাণ্ড। ভয়ঙ্কর প্রাণীটির লেজ ধরে টানাটানি শুরু করেন ওই যুবক। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যায়, বিরক্ত হয়ে কুমিরটি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তার বিশাল মুখ হাঁ করে যুবকের দিকে তেড়ে আসে! তবে সৌভাগ্যবশত যুবক সময়মতো প্রতিক্রিয়া দেন। চটজলদি লাফিয়ে কুমিরের নাগালের বাইরে চলে যান তিনি। তারপর আরও একবার লাফ দিয়ে পুরোপুরি নিরাপদ দূরত্বে পৌঁছে যান।



এই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে ‘The Real Tarzan’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি এখন পর্যন্ত ৬০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে, আর কমেন্ট ও লাইকেও ভেসে গিয়েছে পোস্টটি। যদিও ভিডিওটি কোথায় ও কবে রেকর্ড করা হয়েছে, তা স্পষ্ট নয়। entertainxp.com এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।



নেটদুনিয়ায় এই ভিডিও ঘিরে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ কেউ যুবকের এই দুঃসাহসের প্রশংসা করেছেন, কেউ আবার তীব্র সমালোচনা। একজন মন্তব্য করেছেন, “এটা সাহস নয়, নিছক মূর্খামি।”আরও একজন লিখেছেন, “এভাবে জীবনের সঙ্গে খেলবেন না। একটিমাত্র ভুলেই শেষ হয়ে যেতে পারত আপনার জীবন।”

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)