অভিনেত্রী শ্রীময়ীর সংসারে চাঞ্চল্য! পরিচারিকার ভয়ঙ্কর কাণ্ডে আতঙ্কিত দম্পতি
অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও স্বামী কাঞ্চন মল্লিকের সংসারে ছোট্ট কৃষভির আগমন এনেছিল অফুরন্ত আনন্দ। তবে সেই সুখ মুহূর্তেই পরিণত হল আতঙ্কে। ব্যস্ত কর্মজীবনের কারণে অনেক সময়ই সন্তানকে একা ফেলে যেতে হয় বাবা-মাকে। তাই শিশুর দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল পরিচারিকার হাতে।
ভরসা করে নেওয়া সেই সিদ্ধান্তই হয়ে উঠল দুঃস্বপ্নের কারণ। কয়েক দিন আগে বিপত্তারিণী পুজো উপলক্ষে শ্রীময়ীর মা গিয়েছিলেন নিজের বাড়িতে। সেই সময় শ্রীময়ী ও কাঞ্চন দু’জনেই বাইরে। একরত্তি কৃষভিকে রেখে গিয়েছিলেন পরিচারিকার কাছে। তবে সতর্কতার জন্য ঘরে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা।
বাড়ি ফিরে যখন ফুটেজ দেখা হয়, তখন যা চোখে ধরা পড়ল, তাতে স্তম্ভিত হয়ে যান দম্পতি। দেখা যায়, কান্নারত শিশুকে হঠাৎই উপুড় করে বেদম মারতে শুরু করেছে পরিচারিকা। দৃশ্য দেখে শিউরে ওঠেন শ্রীময়ী। অভিনেত্রীর কথায়, ‘‘আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কাঞ্চন তখনই বলেছিলেন— এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করব।’’ এক মুহূর্তেই ভেঙে পড়ে ভরসার দেওয়াল।
কিন্তু এখানেই শেষ নয়। পরিচারিকা বদলানোর পরও সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। হঠাৎ করেই ঘর থেকে হারাতে থাকে রুপোর থালা, প্রদীপ ও কাঁসার পাত্র। প্রথমে বুঝে উঠতে না পারলেও পরে সন্দেহের তীর ঘুরে যায় নতুন পরিচারিকার দিকেই।
খোঁজখবর নিতে গিয়ে শ্রীময়ী জানতে পারেন, তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিত ওই পরিচারিকা। তারপরেই চলে চুরির খেলা। এই ঘটনার পর পুরো পরিবার আতঙ্কিত।