ট্রাম্প হামলা চালাতেই ইরানের পড়শি ও আমেরিকার বন্ধুদেশে সতর্কতা! বাড়িতে থেকেই কাজ, বাইরে না-বেরোনোর নির্দেশ

By Sk Sakib

Published on:

ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলা, পশ্চিম এশিয়ায় বাড়ছে উত্তেজনা; বাহরিনে জারি সতর্কতা

বিভিন্ন জল্পনার মধ্যেই রবিবার ভোররাতে (ভারতীয় সময় অনুযায়ী) ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সূত্রের খবর, ফোরডো এলাকার ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে অন্তত ছ’টি বাঙ্কার-বাস্টার বোমা ফেলা হয়েছে। এই ঘটনার পর পশ্চিম এশিয়ার বেশ কিছু অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে ইরানের প্রতিবেশী এবং আমেরিকার মিত্র রাষ্ট্রগুলিতে।

ইজ়রায়েলের সাম্প্রতিক ইরান হামলার পর থেকেই আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে জোর জল্পনা চলছিল। পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল ইরানও—যদি আমেরিকা সক্রিয়ভাবে যুদ্ধে নামে, তবে তারা পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাবে।



প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্তত ১০টি দেশে সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে মোতায়েন রয়েছে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা। এই ঘাঁটিগুলির মধ্যে রয়েছে তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডন, মিশর, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিন এবং ইরাক।



আমেরিকার এই হামলার প্রতিক্রিয়ায় রবিবার বাহরিনে বিশেষ সতর্কতা জারি করা হয়। উল্লেখ্য, বাহরিনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং প্রায় ৮,৩০০ সেনা। সেই দেশটির সরকারি কর্মীদের মধ্যে প্রায় ৭০ শতাংশকে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ যেতে বলা হয়েছে।



বাহরিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের সিভিল সার্ভিস ব্যুরো এক নির্দেশিকায় জানিয়েছে, ‘‘আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ পাশাপাশি নাগরিকদের জন্য বাহরিনের স্বরাষ্ট্র মন্ত্রকের বার্তা—জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ। সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেও অনলাইনে পাঠদানের নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রক।



বর্তমানে পশ্চিম এশিয়ায় আমেরিকার মোট ১৯টি মূল সামরিক ঘাঁটি রয়েছে। কাতারের আল উদেইদ বায়ুসেনা ঘাঁটি, বাহরিনে নৌঘাঁটি, কুয়েতের ক্যাম্প আরিফজান, ইরাকের আল-আসাদ বায়ুসেনা ঘাঁটি, সংযুক্ত আরব আমিরশাহির আল ধাফরা এবং তুরস্কের ইনসারলিক ঘাঁটি তাদের মধ্যে উল্লেখযোগ্য। সিরিয়া, জর্ডন ও ওমানেও রয়েছে কিছু সামরিক উপস্থিতি।



ইরাকের রাজধানী বাগদাদ থেকে পশ্চিমে অবস্থিত আল-আসাদ ঘাঁটিতে রয়েছে সর্বাধিক মার্কিন সেনা। বিগত সময়ে এই ঘাঁটিতে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান ও তাদের মিত্র সংগঠনগুলি। এমনকি, উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও সম্প্রতি হামলা চালিয়েছে তেহরান।