LPG গ্রাহকদের জন্য বড়ো সুখবর!
চালু হল এলপিজি এটিএম পরিষেবা! অপেক্ষার দিন শেষ! কোনরকম অসুবিধা ছাড়াই নিতে পারবেন গ্যাস সিলিন্ডার! কোথায় কিভাবে জানুন
গ্যাস বুকিং এর পর গ্যাসের জন্য অপেক্ষা করতে হয় প্রায় প্রত্যেকটি মানুষকেই। তাতে নানান রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু আর নয় এবার সিলেন্ডার গ্রাহকদের জন্য চালু হলো এলপিজি এটিএম। যেখানে নিজেরাই নিতে পারবেন সিলিন্ডার।
এর জন্য মেশিনের চেম্বারে খালি সিলিন্ডার রাখতে হবে, সিলিন্ডারটি সঠিক প্রমাণিত হলে স্ক্রিনে একটি বৈধতার বার্তা দেখা যাবে। এরপর মেশিনে টাকা দেওয়ার সাথে সাথেই একটি নতুন সিলিন্ডার পেয়ে যাবেন আপনি। বর্তমানে ভারত গ্যাসের এই সুবিধাটি বেঙ্গালুরুতে পাইলট পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থা থেকে