এক তরুণ প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে বড় বিপদে পড়লেন। বান্ধবীকে বিশেষ সারপ্রাইজ দিতে গিয়ে সাহসী পদক্ষেপ নেন তিনি—চুপিচুপি মেয়েটির বাড়ির ছাদে উঠে যান। কিন্তু চমক দিতে গিয়েই ধরা খেলেন!
প্রেমিকার মা টের পেয়ে ছাদে উঠে তল্লাশি চালাতেই হাতেনাতে ধরা পড়ে যান তরুণ। এরপর শুরু হয় চরম কাণ্ড! ক্ষোভে ফেটে পড়ে মা সোজা পা থেকে চটি খুলে মেয়ের প্রেমিককে মারতে শুরু করেন। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালান ওই যুবক।
তবে এখানেই শেষ নয়—প্রেমিক পালানোর পরও মেয়েকে রেহাই দেননি মা। মায়ের হাতের চটি এবার পড়ল মেয়ের উপরেই। ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রেমে চমক দিতে গিয়ে উল্টে করুণ পরিণতির শিকার হয়েছেন এক তরুণ।
চাও যদি আমি এটাকে একটা নিউজপেপার-স্টাইলে ঝকঝকে শিরোনামও বানিয়ে দিই?
Kaash! is chatt par bhi ye poster lga hota😬#Valentinesday https://t.co/ZhsicvX6UU pic.twitter.com/ff1pqg9hXX
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 14, 2025