ভারতের কোন রাজ্যে ভাই-বোনের মধ্যে বিয়ে হয় ?

By Sk Sakib

Published on:

চাকরির প্রস্তুতি নিচ্ছেন? জেনেই নিন কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে শুধু পাঠ্যবই মুখস্থ করলেই হয় না। তার সঙ্গে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কেও ভালো ধারণা থাকা জরুরি। এই বিষয়গুলি আপনার জ্ঞানভাণ্ডার যেমন সমৃদ্ধ করে, তেমনই ইন্টারভিউ বা লিখিত পরীক্ষায় এগিয়ে রাখে আপনাকে।

এই প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি এমন কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর, যেগুলি আপনাকে প্রস্তুতিতে সাহায্য করবে:

১) মনিপুরের রাজধানী কী?
ইম্ফল

২) পশ্চিমবঙ্গের আয়তন কত বর্গ কিলোমিটার?
৮৮,৭৫২ বর্গ কিমি



৩) ‘বন্দে মাতরম’ জাতীয় সংগীতটি কোথা থেকে গৃহীত হয়েছে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাস থেকে



৪) “ওরা ভারত ভাগ করেছে, আমি পাকিস্তানকে টুকরো করলাম”—উক্তিটি কার?
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের



৫) রাজা রামমোহন রায়কে ‘যুগদূত’ উপাধিতে সম্মানিত করেছিলেন কে?
নেতাজি সুভাষচন্দ্র বসু



৬) বিখ্যাত বক্সার মেরি কম ভারতের কোন রাজ্য থেকে এসেছেন?
মনিপুর



৭) মারাঠা সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
ছত্রপতি শিবাজী



৮) কোন প্রাণী মাথা কেটে ফেলার পরও কিছু সময় বেঁচে থাকে?
আরশোলা (Cockroach)



৯) ‘গ্রেট রেড স্পট’ কোন গ্রহে দেখা যায়?
বৃহস্পতি গ্রহে (Jupiter)



১০) বিশ্বের প্রথম কাগজের নোট কোন দেশে তৈরি হয়েছিল?
চীনে



১১) ইংরেজরা প্রথম ভারতে কবে এসেছিল?
২০ মে, ১৪৯৮ সালে



১২) বর্তমানে ভারতের কোন রাজ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি?
হরিয়ানা (প্রায় ৮.৩০%)



১৩) ভারতের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত?
২৫ বছর



১৪) ভারতের সর্বাধিক তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি?
গুজরাট



১৫) ভারতের কোন রাজ্যে ভাই-বোনের মধ্যে বিবাহের প্রথা প্রচলিত রয়েছে?
ছত্তিশগড় রাজ্যের ধুরোয়া উপজাতিদের মধ্যে এমন রীতি প্রচলিত



এই ধরনের প্রশ্ন শুধু পরীক্ষার জন্যই নয়, নিজের জেনারেল নলেজ বাড়ানোর ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। নিয়মিত এমন তথ্য জানতে চাইলে জানাতে পারেন—আমি আপনাকে আরও সেট তৈরি করে দিতে পারি! ✅📘