অবশ্যই, নিচে দেওয়া হল প্রতিবেদনটির ঘুরিয়ে লেখা একটি সংস্করণ, যেখানে মূল বক্তব্য বজায় রেখে ভাষা পরিবর্তন করা হয়েছে:
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। এবার উঠছে প্রশ্ন—ওয়ানডে ক্রিকেট থেকেও কি ধীরে ধীরে সরে যাচ্ছেন তিনি? ২০২৭ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে আদৌ কি দেখা যাবে তাঁকে? সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন ৩৫ বছর বয়সি এই তারকা বোলার।
স্টার্ক জানাচ্ছেন, “আমি বুঝতে পারি কোন ফরম্যাটে আমার থাকা সবচেয়ে উপযুক্ত। কিন্তু যদি মনে হয় ২০২৭-র পরিকল্পনায় আমি নেই, তাহলে শুধু জায়গা ধরে রাখার জন্য দলে থাকাটা আমি ঠিক বলে মনে করি না। তবে এখনও আমি ওয়ানডে দলে বড় ভূমিকা নিতে পারি বলেই মনে করি।”
তিনি আরও বলেন, বয়স ও ফিটনেসের বিষয়টি মাথায় রেখে অনেক ভেবেচিন্তেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। তাঁর কথায়, “টেস্ট ক্রিকেট আমার সবসময়ই প্রাধান্য পেয়েছে, ভবিষ্যতেও পাবে। তাই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।”
গত সেপ্টেম্বরের শুরুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান স্টার্ক। অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এই ফরম্যাটে—৬৫টি ম্যাচে ৭৯টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। দেশের হয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
স্টার্কের এই সিদ্ধান্তকে অনেকেই বিশ্বকাপের আগে বড় ধাক্কা হিসেবে দেখছেন। তবে তাঁর ব্যাখ্যা, আগেভাগেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাতে দল যথাযথভাবে বিকল্প গড়ে তুলতে পারে। পাশাপাশি নিজের শরীর ও পারফরম্যান্সও ঠিক রাখতে পারবেন।
স্টার্ক বলেন, “আমাদের সামনে ভারতের সফর রয়েছে, অ্যাসেজ আছে, ২০২৭ সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আমি চাই এসব গুরুত্বপূর্ণ সিরিজে সম্পূর্ণ ফিট ও সতেজ থাকতে। তাই মনে হয়েছে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়াটাই সেরা পদক্ষেপ।”