“দীর্ঘ প্রতীক্ষার অবসান! টিভির পর্দায় কি ফিরে আসছেন খড়ি? শোলাঙ্কি দিলেন ইঙ্গিত!”

By Sk Sakib

Published on:

বাংলা টেলিভিশনের দর্শকদের মনে যখন মিঠাই দাপট দেখাচ্ছিল, ঠিক তখনই স্টার জলসায় পা রাখে নতুন ধারাবাহিক গাঁটছড়া। গৌরব চক্রবর্তী এবং শোলাঙ্কি রায়ের রসায়ন দর্শকমনে ঝড় তোলে। শুরু থেকেই ধারাবাহিকটি টিআরপি-র দৌড়ে প্রতিদ্বন্দ্বী মিঠাই-কে পিছনে ফেলে দেয়।

যদিও গাঁটছড়া-তে তিন জোড়া নায়ক-নায়িকা থাকলেও, শোলাঙ্কি এবং গৌরব জুটিকেই ঘিরেই মূলত এগিয়ে যায় গল্পের কেন্দ্রবিন্দু। তবে ধারাবাহিক শেষ হওয়ার আগেই ঘটে বড়সড় মোড়—মূল চরিত্র খড়ির ভূমিকায় থাকা শোলাঙ্কি রায় ধারাবাহিকটি ছেড়ে দেন।


তার এই বিদায় নাটকীয়ভাবে প্রভাব ফেলে গাঁটছড়া-র জনপ্রিয়তায়। গল্প দ্বিতীয় প্রজন্মের দিকে মোড় নিলেও, আগের সেই গ্রহণযোগ্যতা আর ধরে রাখা যায়নি। টিআরপি ক্রমশ নিম্নমুখী হতে থাকে, এবং কিছুদিন পর ধারাবাহিকটি শেষ করার সিদ্ধান্ত নেন নির্মাতারা।


জানা যায়, টানা শ্যুটিং-এর চাপ শারীরিকভাবে ভীষণ কাহিল করে দেয় অভিনেত্রীকে। সেই কারণেই নিতে হয় বিশ্রাম। যদিও শোলাঙ্কি ইচ্ছে নদী ধারাবাহিক থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন, এবং গাঁটছড়া-য় আবারও সেই জনপ্রিয়তার পুনরাবৃত্তি ঘটে।


বর্তমানে শোলাঙ্কির অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—কবে তিনি আবার ফিরবেন ছোট পর্দায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এখনই টেলিভিশনে ফেরার কোনও পরিকল্পনা নেই তার। এখনও পর্যন্ত এমন কোনও স্ক্রিপ্ট বা চরিত্র সামনে আসেনি, যা তাকে আবার ছোট পর্দায় ফিরতে প্রলুব্ধ করতে পারে। তবে যদি আগের মতোই ভালো কাজের প্রস্তাব আসে, তখন তিনি নিশ্চয়ই নতুন করে ভাববেন।


শোলাঙ্কি আরও বলেন, টেলিভিশনের দিনে ১৪ ঘণ্টার শ্যুটিং করে পাশাপাশি অন্য কোনও কাজ করা তার পক্ষে বেশ কঠিন। তাই আপাতত বিশ্রাম ও নিজের সময় উপভোগ করতেই চাইছেন তিনি। তবে দর্শকরা এখনো আশায় বুক বেঁধে আছেন—পর্দার ‘খড়ি’ একদিন ফিরবেন আরও শক্তিশালী রূপে।