সবুজ চুড়ি পরা নারীদের ঘিরে রয়েছে এক অলৌকিক রহস্য—শ্রাবণ মাসে কেন বাড়ে এর গুরুত্ব?

By Sk Sakib

Updated on:

শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরে মেয়েরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান শিবের পূজার জন্য এই মাসকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তাই সনাতন হিন্দু মহিলাদের মধ্যে বহু প্রাচীনকাল থেকেই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রীতি চলে আসছে। শুধু আচার-অনুষ্ঠান নয়, এর পিছনে রয়েছে সামাজিক, ধর্মীয় ও বৈজ্ঞানিক তাৎপর্যও।


ধর্মীয় বিশ্বাস শাস্ত্র মতে, সবুজ রং প্রকৃতি, উর্বরতা ও নতুন জীবনের প্রতীক। ভগবান শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ পেতে মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেন। বিশ্বাস করা হয়, এই চুড়ি বিবাহিত মহিলাদের দাম্পত্যজীবনে সুখ ও সমৃদ্ধি আনে। আবার কুমারী মেয়েরা দ্রুত বিয়ের যোগ লাভ করে বলেও ধারণা আছে।


সামাজিক তাৎপর্য গ্রামীণ বাংলায় এখনও দেখা যায়, শ্রাবণ এলেই মহিলারা সবুজ কাচের চুড়ি পরে সেজেগুজে পূজা-অর্চনায় অংশ নেন। এতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পাশাপাশি মহিলাদের মধ্যে একাত্মতারও প্রকাশ ঘটে। বৈজ্ঞানিক দিক আয়ুর্বেদ মতে, সবুজ রঙ মানুষের শরীরে প্রশান্তি আনে।



এই সময় বর্ষায় পরিবেশ স্যাঁতস্যাঁতে থাকে, ফলে মানসিক অস্থিরতা বাড়ে। সবুজ রঙ মানসিক স্থিরতা ফিরিয়ে আনে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বলে বিশেষজ্ঞদের মত।সব মিলিয়ে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা কেবল ধর্মীয় আচার নয়, এর মধ্যে লুকিয়ে আছে বিশ্বাস, সংস্কৃতি ও স্বাস্থ্যগত দিকও। তাই যুগ যুগ ধরে এই প্রথা আজও সমানভাবে চলে আসছে।