চলচ্চিত্র জগতে ফের নক্ষত্র পতন, প্রয়াত অভিনেতা দীনেশ মাঙ্গালুরু
চলচ্চিত্র দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। একের পর এক নক্ষত্র পতনে স্তব্ধ ইন্ডাস্ট্রি। গতকাল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়েছিল টলিপাড়া। আর আজ ফের দক্ষিণী ছবির জগতে এল দুঃসংবাদ।
সোমবার না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীনেশ মাঙ্গালুরু। মাত্র ৫৫ বছর বয়সেই জীবনের ইতি টানলেন তিনি। জানা গিয়েছে, নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দীনেশ। নিয়মিত চিকিৎসা চললেও শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না তাঁকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘কান্তারা’ ছবির শুটিং চলাকালীন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
দক্ষিণী ছবির দর্শকের কাছে দীনেশ সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন ‘KGF’ ছবির ভয়ংকর ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে। চরিত্রের তীব্রতা ও অভিনয়ের জোরে দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিলেন তিনি।
অভিনেতার অকালপ্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী চলচ্চিত্র জগৎ। সহকর্মীরা জানিয়েছেন, দীনেশ শুধু পর্দার ডন ছিলেন না, বাস্তবে ছিলেন অত্যন্ত মিশুক ও হাসিখুশি মানুষ।