বিরাটের টাই ধরে ইশারা জেনেলিয়ার! আকাশপথেই ঘনিষ্ঠতা, ফাঁস উষ্ণ মুহূর্ত… ভিডিও ভাইরাল

By Sk Sakib

Updated on:

বিরাট-জেনেলিয়ার পুরনো মুহূর্ত ঘিরে বিতর্কের ঝড়, অবনীতের নাম টেনে আনলেন অনুরাগীরা


সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলি ও জেনেলিয়া ডি’সুজার একটি পুরনো বিজ্ঞাপনের ভিডিও, আর তাতেই তৈরি হয়েছে নানান মতবিরোধ। ভিডিওতে বিরাটকে দেখা যাচ্ছে কালো স্যুট ও টাই পরে বিমানের পাইলটের ভূমিকায়। হঠাৎ কেবিনে প্রবেশ করেন জেনেলিয়া, দরজা বন্ধ করে হাসিমুখে তাঁর দিকে এগিয়ে যান, এরপর বিরাটের টাই ধরে টেনে আনেন নিজের দিকে—এরপর ঘটে এক অন্তরঙ্গ দৃশ্য, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।


এই দৃশ্য সামনে আসতেই অনেকেই স্মরণ করিয়ে দেন বিরাটের এক সময়কার ইনস্টাগ্রামে অবনীত কৌরকে ‘লাইক’ করার প্রসঙ্গ। তখন বিরাট বলেছিলেন, ইনস্টাগ্রামের অ্যালগরিদমই তাঁকে এমন কাণ্ডে ফেলেছে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া নিজে পরিচালনা করেন না বলেও দাবি করেন। যদিও এই যুক্তিতে জল্পনা থামেনি। এমনকি স্ত্রী অনুষ্কা শর্মাও স্বামীর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং একসময় বিরাটের সঙ্গে কথা বলতেও অস্বীকার করেন। পরবর্তীতে অবশ্য অনুরাগীরা বিরাটের সাফাই মেনে নিয়েছিলেন।

কিন্তু এবার রবিবারে ফের সেই পুরনো ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। জানা গেছে, এটি ছিল একটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনচিত্র, যেখানে বিরাট ও জেনেলিয়া অভিনয় করেছিলেন পাইলট ও বিমানসেবিকার চরিত্রে। ভিডিওতে মাঝ-আকাশে তাঁরা একটি ঘনিষ্ঠ মুহূর্তে জড়িয়ে পড়েন—যা প্রচারিত হতেই বিতর্কের মুখে পড়ে এবং পরবর্তীতে তা টেলিভিশনে নিষিদ্ধ ঘোষণা করা হয়।



যদিও ইউটিউবে সেই ভিডিও এখনো পাওয়া যাচ্ছে, রবিবারে সেটিই নতুন করে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুরু হয় নানা প্রশ্ন—একজন দায়িত্বশীল ক্রীড়াবিদ হিসেবে বিরাট কীভাবে এমন একটি বিজ্ঞাপনে অংশ নিতে রাজি হলেন? অনেকেই মনে করছেন, এতে পেশাদার বিমানকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। জেনেলিয়াকেও কম সমালোচনা শুনতে হয়নি। কেউ কেউ অবাক হয়েছেন—এই রকম বিজ্ঞাপনে অংশ নেওয়া অভিনেত্রী কীভাবে প্রয়াত মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পরিবারের পুত্রবধূ হতে পারেন?