এক মা সম্প্রতি টিকটকে এক চমকপ্রদ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন—গর্ভাবস্থার প্রাথমিক স্ক্যানে জানা যায়, তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন। কিন্তু পরবর্তী স্ক্যানে ধরা পড়ে, তার গর্ভে রয়েছে তিনটি ভ্রূণ। তবে তৃতীয় স্ক্যানে দেখা যায়, আগের দুই ভ্রূণের আর কোনো চিহ্ন নেই।
মজা করে ওই মা লেখেন, “এই ছোট্ট ছেলেটা গর্ভেই তার ভাইবোনদের খেয়ে ফেলেছে!” চিকিৎসা পরিভাষায় এ ঘটনাকে বলা হয় **ভ্যানিশিং টুইন সিনড্রোম**—যেখানে একাধিক ভ্রূণ গঠিত হলেও,
কিছু ভ্রূণ বৃদ্ধি পায় না এবং অন্য ভ্রূণ বা মায়ের শরীর সেগুলো শোষণ করে নেয়। সাধারণত এটি গর্ভাবস্থার প্রথম তিন মাসেই ঘটে এবং অনেক সময় এর অস্তিত্বই জানা যায় না।
এছাড়াও একটি বিরল সম্ভাবনা রয়েছে যাকে বলা হয় **হিউম্যান কাইমেরা**। এই ক্ষেত্রে দুটি ভ্রূণ একত্রে মিশে গিয়ে একটি শিশুর জন্ম দেয়, যার শরীরে দু’টি আলাদা ডিএনএ থাকতে পারে। এমন ঘটনা যতটা অবাক করা, ঠিক ততটাই রহস্যময়।