বিচ্ছেদের মধ্যেও আমরা কাজ করেছি! শ্রাবন্তীর জীবনে কি আবারো ফিরছেন পরিচালক রাজীব বিশ্বাস?

By Sk Sakib

Published on:

টলিপাড়ায় ফের চর্চায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজীব বিশ্বাস—তবে সম্পর্ক নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার কাজ। শুক্রবার সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর বিশেষ প্রদর্শনীতে শ্রাবন্তীর উপস্থিতি যেমন নজর কাড়ে, তেমনই সেখানে হাজির ছিলেন তাঁর প্রাক্তন স্বামী ও পরিচালক রাজীবও। দীর্ঘদিন পর একই স্থানে দুই প্রাক্তন—তাই গুঞ্জন শুরু হওয়াটাই ছিল স্বাভাবিক।


যদিও উপস্থিত সকলের কৌতূহল সত্ত্বেও কোনও কথাবার্তা বা সৌজন্য বিনিময় হয়নি তাঁদের মধ্যে। রাজীবের চোখে অবশ্য পড়েছিলেন শ্রাবন্তী, তবে তা ছিল নিঃশব্দ এক ঝলক মাত্র। তাহলে কি তাঁরা একে অপরকে এড়িয়ে চললেন?


টলিউড বলছে, সম্পর্কের সমীকরণ হয়তো বদলায়নি, কিন্তু কাজের জায়গায় এখনও সম্ভাবনা রয়েছে। আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথোপকথনে রাজীব স্পষ্টই জানিয়েছেন, বিচ্ছেদের সময়ও তাঁরা একসঙ্গে কাজ করেছেন, এবং ভবিষ্যতেও পেশাদার হিসেবে আবারও একসঙ্গে কাজ করতে তাঁর কোনও আপত্তি নেই।



২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রাবন্তী-রাজীব যুগল উপহার দিয়েছিলেন একের পর এক হিট ছবি। সেই সময়ের স্মৃতি আজও অনেকের মনে টাটকা। তবে বাস্তব জীবনে সেই অধ্যায় বহু আগেই শেষ। শ্রাবন্তী যেখানে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেখানে রাজীব এখনও একাই আছেন। বর্তমানে দু’জনেই ‘সিঙ্গল’। ফলে, আবার কি পুরোনো সম্পর্ক ফিরে আসতে পারে?

এই প্রশ্নে অবশ্য স্পষ্টভাবেই ‘না’ জানিয়েছেন রাজীব। তাঁর মতে, শ্রাবন্তী এখন আরও পরিণত অভিনেত্রী, এবং একাধিক ভিন্ন ধারার ছবিতে কাজ করছেন যা প্রশংসনীয়। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে রাজীবের কোনও উৎসাহ নেই বলেও জানিয়ে দেন তিনি।

সুতরাং, সম্পর্ক নয়, বরং একে অপরকে পেশাদার সহকর্মী হিসেবেই দেখতে চান এই দুই প্রাক্তন। আর টলিপাড়াও আপাতত সেই সম্ভাবনার দিকেই তাকিয়ে।