উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপ, আবেদন করলে ১৫ হাজার টাকা পাওয়া যাবে

By Sk Sakib

Published on:

অনেকদিনের প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল, তাও আবার পরীক্ষার ৫০ দিনের মধ্যেই। সংসদের তরফে জানানো হয়েছে, এই বছর প্রথম দশের তালিকায় জায়গা করে নিয়েছে ৭২ জন কৃতি ছাত্রছাত্রী। বিগত এক দশকের তুলনায় এই বছরের ফলাফলকে ধরা হচ্ছে সেরা। পাশের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষাকে বলা হয় ছাত্রজীবনের অন্যতম মোড় ঘোরানো অধ্যায়।

এই পরীক্ষার সাফল্যই কলেজে ভর্তি বা ভবিষ্যতের পেশাগত জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। কিন্তু বাস্তবে অনেক মেধাবী ছাত্রছাত্রী অর্থনৈতিক সমস্যার কারণে তাদের স্বপ্নপূরণ করতে পারে না। এই ধরনের সমস্যা দূর করতে রাজ্য ও কেন্দ্র সরকার ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নানা ধরনের স্কলারশিপ বা বৃত্তি চালু করা হয়েছে। উচ্চমাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে এই স্কলারশিপগুলো পাওয়া সম্ভব। আজ চলুন দেখে নেওয়া যাক ৫টি উল্লেখযোগ্য স্কলারশিপ সম্পর্কে, যা উচ্চমাধ্যমিক পাশ করার পর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ১) স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (SVMCM) রাজ্য সরকারের এই স্কলারশিপটি মূলত উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার লক্ষ্যে প্রদান করা হয়।

যোগ্যতা: ন্যূনতম ৬০% নম্বর পার্থিব বার্ষিক আয়: ২.৫ লক্ষ টাকার নিচে পরিমাণ: আন্ডারগ্র্যাজুয়েটদের জন্য ₹১২,০০০–১৮,০০০ পর্যন্ত, পেশাগত কোর্সের জন্য সর্বোচ্চ ₹৬০,০০০ ২) নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তহবিল থেকে পরিচালিত এই স্কলারশিপটি দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে। যোগ্যতা: ৫০% বা তার বেশি নম্বর (মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক) আয় সীমা: বছরে ₹১,২০,০০০ পরিমাণ: এককালীন ₹১০,০০০ ৩) ন্যাশনাল স্কলারশিপ স্কিম কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে সর্বভারতীয় স্তরে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেতে পারেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০% নম্বর আয় সীমা: বছরে ₹২.৫ লক্ষের কম পরিমাণ: ₹১০,০০০ থেকে ₹৫০,০০০ পর্যন্ত ৪) জিপি বিড়লা স্কলারশিপ জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে বেসরকারি এই স্কলারশিপটি উচ্চমাধ্যমিকে ভালো ফল করা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দেওয়া হয়। যোগ্যতা: ৮৫% বা তার বেশি নম্বর আয় সীমা: বছরে ₹৩ লক্ষের নিচে সুবিধা: টিউশন ফি ছাড়াও বই কেনার জন্য ₹৭,০০০, সর্বোচ্চ ₹৫০,০০০ পর্যন্ত সহায়তা ৫) টাটা স্কলারশিপ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ ইতিমধ্যেই চালু হয়েছে।

যোগ্যতা: ৬০% বা তার বেশি নম্বর আয় সীমা: বছরে ₹২.৫ লক্ষের নিচে পরিমাণ: ₹১০,০০০–₹১২,০০০ আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর 🔚 উপসংহার উচ্চমাধ্যমিক পাশ করার পর মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপগুলো হতে পারে ভবিষ্যতের স্বপ্নপূরণের সিঁড়ি। যথাযথ নথি ও তথ্য নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলেই এই সুবিধাগুলো পাওয়া সম্ভব। তাই দেরি না করে এখনই উপযুক্ত স্কলারশিপের জন্য আবেদন শুরু করে দিন।