কীভাবে ট্রেন টিকিটে টাকা ফেরত পাওয়া যাবে?
ট্রেন টিকিটের টাকা ফেরত পাওয়ার ব্যাপারেও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে ভারতীয় রেলের। আপনি চাইলেই যে যখন তখন টাকা ফেরত পাবেন এমনটা নাও হতে পারে। তবে কোনও ট্রেন যদি নির্ধারিত সময়ের থেকে প্রায় ৩ ঘন্টা লেট চলে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরত পেতে পারেন। সাধারণ এবং সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে ভারতীয় রেল এই নিয়ম মেনেই চলে। তবে তৎকাল টিকিটের ক্ষেত্রে রয়েছে আলাদা নিয়ম।