ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত যেন শেষ হয়েও শেষ হলো না। দুই দেশ বর্তমানে যুদ্ধ বিরতিতে রয়েছে ঠিকই, কিন্তু দুই দেশের মধ্যেই উত্তেজনা এখন চরমে। আগামী দিনে বড়সড়ো যুদ্ধ বেঁধে যাওয়াও অসম্ভব কিছু নয় এই মুহূর্তে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এটি মধ্যেই প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র সরকার। জরুরী অবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলোকে। এরই মধ্যে নবান্নের কাছে পৌঁছালো বিশেষ নির্দেশিকা।