যাত্রী সুবিধার্থে একের পর এক ব্যবস্থা নিয়েই চলেছে ভারতীয় রেল। অথচ এখনও কিছু মানুষের মধ্যে টিকিট ছাড়া ট্রেনে ওঠার প্রবণতা কমছে না। ভারতের প্রায় প্রত্যেকটি স্টেশনেই পাওয়া যাবে এরকম টিকিট বিহীন যাত্রীদের। এই প্রবণতা রুখতে এবার শিয়ালদহ স্টেশনে বসলো মোবাইল ইউটিএস। যার মাধ্যমে যাত্রীদের টিকিট না কেটে ট্রেনে ওঠার প্রবণতা কমানো যাবে বলে আশাবাদী পূর্ব রেল।
বিনা টিকিটে যাত্রার দিন শেষ! শিয়ালদহ স্টেশনে বসলো নতুন প্রযুক্তি
By EntertainXp
Updated on:
