দু-চাকা কিংবা চার চাকা গাড়ি আছে আপনার? পেট্রোল বা ডিজেল ভরতে হবে খুব তাড়াতাড়ি? তাহলে সাবধান। পেট্রোল পাম্প থেকে ডিজেল বা পেট্রোল ভরার আগে ঝটপট করে নিন এই প্রতিবেদন। কারণ পাম্প থেকে পেট্রল কেনার নিয়মে এবার এলো একটা বড় পরিবর্তন। পেট্রল কিনতে গেলে এখন আর UPI দিয়ে কেনা যাবে না। যারা এতদিন UPI ব্যবহার করে পেট্রোল কিনতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, নতুন নিয়ম সবার আগে তাদের জানা দরকার।