আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৩:৫১
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। অবশেষে কি সত্যিই নতুন অধ্যায়ের সূচনা করলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা? শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি আংটি বদল সেরে ফেলেছেন এই জনপ্রিয় তারকা-জুটি।
তাদের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক জল্পনা থাকলেও, প্রকাশ্যে কখনও কিছু বলেননি দু’জনের কেউই। ছুটি কাটাতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করে নেওয়া বহুবার হলেও, একসঙ্গে ফ্রেমবন্দি ছবি প্রকাশ করেননি তাঁরা।
তবে ভক্তরা বলেন, রশ্মিকার হাসিই সব কথা বলে দেয়। বিজয়ের নাম আসলেই অভিনেত্রীর উজ্জ্বল মুখ দেখে অনুমান করা যায় অনেক কিছু। অন্যদিকে বিজয়ও একবার জানিয়েছিলেন, তিনি সম্পর্কে রয়েছেন। তবে সঙ্গীর নাম গোপনই রেখেছিলেন।
তখন থেকেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন। এর মধ্যেই রশ্মিকার কিছু সাম্প্রতিক ছবি ভাইরাল হয়েছে। পরনে সাদা শার্ট, নীল ডেনিম, চোখে সানগ্লাস আর মাথায় খোঁপা—সরল সাজেই ধরা দিয়েছেন তিনি।
কিন্তু ভক্তদের নজর আটকে গিয়েছে তাঁর অনামিকায় জ্বলজ্বলে হিরের আঙটিতে। অনেকে মনে করছেন, গোপনে হয়তো বিজয়ের সঙ্গে বাগ্দান সেরে ফেলেছেন অভিনেত্রী।
এর আগেও চলতি বছরের জুন মাসে রশ্মিকার একগুচ্ছ ছবি দেখে জোর গুঞ্জন ওঠে বিয়ের। হলুদ-গোলাপি শাড়ি পরে একেবারে ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়েছিলেন তিনি। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন—সব কিছুই তাঁর প্রিয়: শাড়ি, রং, পরিবেশ, শাড়ির উপহারদাতা,
এমনকি ফটোগ্রাফারও। এই পোস্ট নিয়েই শুরু হয়েছিল বিয়ের গুঞ্জন। ভক্তদের তীক্ষ্ণ নজরে অবশ্য কিছুই বাদ যায় না। তারা ইতিমধ্যেই মিলিয়ে নিয়েছেন, যে বাড়ি থেকে রশ্মিকার ওই ছবিগুলো তোলা হয়েছে, সেটি আসলে বিজয়ের বাড়িই।
তা হলে কি সত্যিই বাগ্দান সেরে এবার বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন দক্ষিণী ছবির এই জনপ্রিয় জুটি?