ট্রেন যাত্রার পাশাপাশি এবার বাস যাত্রাও হবে আরামদায়ক। পুরনো মডেলের বাস তুলে দিয়ে এবার রাস্তায় নতুন মডেলের বাস নামানোর কথা ভাবছে পরিবহন দপ্তর। সম্প্রতি পরিবহন দপ্তরের তরফ থেকে এই মর্মে নতুন নির্দেশিকাও এসে পৌঁছেছে। নতুন বাসের মডেলে যাত্রীদের সুরক্ষা এবং আরাম অগ্রাধিকার পাবে। এতে সিট থেকে দরজা, যাত্রীদের সুরক্ষা নিয়ে একাধিক বিষয়ের উল্লেখ আছে। কেমন হবে নতুন বাস? জেনে নিন।